গফরগাঁওয়ে সিপিবির উদ্যোগে মহান মে দিবস পালিত

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, মে ২, ২০২৫

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় স্থানীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে সমবেত হয়ে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট চিত্রশিল্পী লুৎফর রহমান আরজু, সিপিবি গফরগাঁও উপজেলা শাখার সম্পাদক কমরেড অ্যাডভোকেট সাইফুস সালেহীনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “হে মার্কেটের শ্রমিকরা যে দাবি নিয়ে জীবন দিয়েছেন, তা আজও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। মেহনতী মানুষের শ্রমে গড়ে উঠেছে সভ্যতা, কিন্তু তাদের জীবনমান এখনো উন্নত হয়নি।” তারা শ্রমজীবী মানুষের মুক্তির লক্ষ্যে সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শ্রমজীবী জনগণ অংশ নেন।

মন্তব্য করুন