ময়মনসিংহে বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তারের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫

ময়মনসিংহ প্রতিনিধি

সাবেক প্রধান বিচারপতি এবি এম খায়রুল হককে “বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর” আখ্যা দিয়ে অবিলম্বে তাকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ২টায় ময়মনসিংহ জেলা জজ আদালত প্রাঙ্গণে এই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সাবেক প্রধান বিচারপতি এবি এম খায়রুল হক বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্রকে ধ্বংস করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন। কিন্তু অজ্ঞাত কারণে এখনো তাকে গ্রেপ্তার বা বিচারের আওতায় আনা হয়নি। তারা বলেন, জনগণের গণদাবির প্রতি শ্রদ্ধা রেখে অবিলম্বে তার গ্রেপ্তার ও বিচার কার্যকর করতে হবে।

এ সময় বক্তারা আরও বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন ও মানবাধিকার রক্ষার স্বার্থে উচ্চ ও নিম্ন আদালতে অবস্থান করা সকল ‘দলবাজ’, ‘দুর্নীতিবাজ’ ও ‘স্বৈরাচারের দোসর’ বিচারকদের অপসারণ প্রয়োজন।

সাবেক প্রধান বিচারপতির গ্রেপ্তারের দাবিতে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

বক্তব্য রাখেন ফোরামের জ্যেষ্ঠ আইনজীবীসহ অন্যান্য নেতারা।সংগঠনটি জানায়, এ দাবিতে ভবিষ্যতেও কর্মসূচি অব্যাহত থাকবে।

মন্তব্য করুন