মাসিক আল মুনাদীর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রুবি জয়ন্তী উদযাপন

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৫

দেশের প্রখ্যাত সাহিত্য পত্রিকা মাসিক আল মুনাদী এর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গফরগাঁওয়ের একটি অভিজ্ঞান ভেন্যুতে এক আড়ম্বরপূর্ণ রুবি জয়ন্তী অনুষ্ঠান আয়োজিত হয়। গত ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানটি দেশের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের নানা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন মাসিক আল মুনাদী এর প্রকাশক ও সম্পাদক ইহতিশামুল হক জাওয়াদ এবং নির্বাহী সম্পাদক এইচ এম শাহরিয়ার কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার উপদেষ্টা আবরারুল হক নাঈম মুনাদী, যিনি পত্রিকার দীর্ঘযাত্রার গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, গবেষক ও বহুগ্রন্থ প্রণেতা মাহমুদুল হাসান নিজামী, যিনি দৈনিক ডেসটিনি এর সম্পাদক। তিনি তার বক্তব্যে পত্রিকার বিশেষ ভূমিকা ও সাহিত্য জগতের প্রতি তার অবদান নিয়ে আলোচনার পর, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক মুহাম্মদ আবু তাহের।

বিশেষ আলোচক হিসেবে মাসিক আল মুনাদী এর প্রধান নির্বাহী সম্পাদক মামুন বিন হারুন, কবি ও সাংবাদিক রবিউল ইসলাম (রবি কবি), কবি ও সংগঠক মোঃ খাজা হারুন, কবি ও সংগঠক আলমগীর কবীর হৃদয়, কবি ও সংগঠক আব্দুর রহমান নির্জয় এবং কবি ও সংগঠক হানিফ রাজা উপস্থিত ছিলেন এবং তাদের বক্তব্যে পত্রিকার সাফল্য ও সাহিত্যিক সমাজে এর ভূমিকা নিয়ে আলোচনা করেন।

এই রুবি জয়ন্তী অনুষ্ঠানে মাসিক আল মুনাদী এর প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শন করতে দেশব্যাপী নানা সাহিত্য, সংস্কৃতি এবং সাংবাদিকতার প্রতি নিবেদিত ব্যক্তিরা একত্রিত হন। অনুষ্ঠানটির মাধ্যমে তারা ভবিষ্যতে আরও সমৃদ্ধি এবং সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে পত্রিকার অবদান আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন