

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন পৌরসভার ৫নং ওয়ার্ডের পাড়াটঙ্গি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, সিপিএসসি ময়মনসিংহ।
২৩ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছা পৌর এলাকার পাড়াটঙ্গি মসজিদ মোড় সংলগ্ন রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। অভিযানে মোছাঃ জোছনা আক্তার (২৫) নামের এক নারীকে ১৬৪ পিস নেশাজাতীয় মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।
উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ১৬,৪০০ (ষোল হাজার চারশত) টাকা বলে জানিয়েছে র্যাব। এটি একটি ব্যথানাশক জাতীয় ওষুধ হলেও মাদকসেবীরা এটি নেশার জন্য ব্যবহার করে থাকে, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং সে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
ঘটনার বিষয়ে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৪-এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে তাদের এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।