কক্সবাজারের হেফাজতের নামে সংবাদ সম্মেলন ; জানেন না সভাপতিসহ দায়িত্বশীলরা

প্রকাশিত: ৩:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯

ডেস্ক রিপোর্ট : হেফাজতে ইসলাম কক্সবাজার জেলা শাখার নামে একটি সংবাদ সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে কক্সবাজার হেফাজতে ইসলামের একাধিক দায়িত্বশীল। তারা জানায় এটি একটি কুচক্রি মহলের ষড়যন্ত্র। তারা বলেন, ওই চক্রটি গত বুধবার (২৩ জানুয়ারি) “হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা”র নামে একটি সংবাদ সম্মেলন করে যে সংবাদ সম্মেলন জেলা জুড়ে বিভ্রান্তি ছড়িয়েছে। তারা বলেন, সংবাদ সম্মেলনটি কক্সবাজার জেলা হেফাজতের নয় বরং হেফাজতের কমিটির একজনের।

আরও পড়ুন :  আল্লামা আহমদ শফীর নামে মামলার বিষয়টি মুলত কী

এ বিষয়ে হেফাজতে ইসলাম কক্সবাজার শাখার সভাপতি মাও. আবুল হোছেনের সাথে কথা বললে তিনি জানান, সংবাদ সম্মেলনের ব্যাপারে তিনি কিছুই জানেন না। এ ধরণের কোন সংবাদ সম্মেলন হয়নি। আমাদের কমিটিতেও এ বিষয়ে কোন আলোচনা হয়নি। তিনি নিজে বিষয়টি শুনে হতবাক হয়েছেন। হেফাজতের নামে কোন ব্যক্তির এই সংবাদ সম্মেলনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কমিটিতে আলাপ করে সংখ্যাগরিষ্ঠতার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিষয়ে হেফাজতে ইসলাম কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি, লাইট হাউস মাদরাসার মুহতামিম যার বিরুদ্ধে সংবাদ সম্মেলন সেই মাও. মোহাম্মদ আলীর সাথে কথা বললে তিনি পাবলিক ভয়েসকে বলেন,

“সংবাদ সম্মেলনটি মাও. ইয়াসিন হাবিবের একটি কুটচাল, সাজানো নাটক মাত্র। হেফাজতের নাম দিয়ে কক্সবাজার জেলা হেফাজতের অগোচরে সংগঠিত এ সংবাদ সম্মেলনে কক্সবাজার জেলা হেফাজতে ইসলামের কোন ধরণের সম্পৃক্ততা নেই”। দায়িত্বশীলদের সাথে আলোচনা ব্যতিরেকে ব্যক্তিগত স্বার্থে হেফাজতের ব্যানারকে যথেচ্ছ ব্যবহারের মাধ্যমে মাওঃ ইয়াসিন হেফাজতকে কলংকিত করার মাধ্যমে হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর চট্টগ্রাম দারুল উলুম মঈনুল ইসলামের মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী, বিশ্ব বিখ্যাত আরবী সাহিত্যিক চট্টগ্রাম দারুল মা’আরিফ আল ইসলামিয়ার মহাপরিচালক আল্লামা সোলতান যওক নদভী, আল-জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা আব্দুল হালিম বোখারীর সম্মানহানী করেছেন। এর কঠোর জবাব তাকে দিতে হবে।

জানা যায়, কথিত এ সংবাদ সম্মেলনে কক্সবাজার জেলা হেফাজত সভাপতিসহ সংশ্লিষ্ট কোন সিনিয়র দায়িত্বশীল উপস্থিত ছিলেন না। স্বয়ং জেলা সভাপতি কিছুই জানেন না এ ব্যাপারে।

প্রসঙ্গত : নাম প্রকাশ না করার শর্তে হেফাজত সংশ্লিষ্ট একজন অন-রেকর্ডে পাবলিক ভয়েসকে বলেছেন, মাওঃ ইয়াসিন হাবিব লাইট হাইজ মাদ্রাসা নিয়ে অপপ্রচার ও অপতৎপরতা চালিয়ে মাদ্রাসার সুষ্ঠু পরিবেশকে বিনষ্টকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখানে মাদরাসার অর্থ আত্মসাতের একটি গুঞ্জণও শোনা যায়। মাও. ইয়াসিন হাবিব ও আরো কয়েকজন মিলে লাইট হাউস মাদরাসার কিছু অর্থ আত্মসাতের ঘটনায় মাদরাসার পরিচালক মাও. মোহাম্মদ আলীর সাথে তাদের দুরত্ব সৃষ্টি হয় এরপর মাদরাসার সেই ঘটনা কখনও হেফাজত, কখনও আল্লামা আহমদ শফী ও কখনও ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন অনেক কিছুর সাথে মিলিয়ে একটি বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছেন তারা।

এসব বিভ্রান্তে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন হেফাজতে ইসলাম কক্সবাজার জেলার একাধিক দায়িত্বশীল।

আরও পড়ুন : লাইট হাউস মাদরাসার ঘটনা নিয়ে পাবলিক ভয়েসের অনুসন্ধান

এছাড়াও হেফাজতে ইসলামের কক্সবাজার জেলা সহ সভাপতি মাও. হাফেজ ছালামতুল্লাহ, মুফতি এনাম, জয়েন্ট সেক্রেটারি মাও: কাজী এরশাদ ও সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল হক নছীম বলেন, সংবাদ সম্মেলনের বিষয়ে তারা কেউ কিছুই জানেন না। ভিত্তিহীন এ সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের কোন সম্পৃক্ততা নেই বলেও জানান তারা।

মন্তব্য করুন