মুফতী জয়নুল আবেদীনকে মুক্তি দিন: ইসলামী যুব আন্দোলন নরসিংদী

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, মে ৩১, ২০২১

ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী জয়নুল আবেদীন ভূঁইয়াকে সম্পূর্ণ বেআইনিভাবে গভীর রাতে গ্রেফতার করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি আবু তাকি মুহাম্মাদ আশরাফ আলী।

তিনি এক বিবৃতিতে বলেন, সরকার সাদা-কালো না বুঝে কেবলি অন্ধকারের পথে হাঁটছে। এক ধরনের হেফাজত ফোবিয়ায় ভুগছে সরকার। এজন্যই জয়নুল আবেদীনকে গ্রেফতার করেছে সরকার। নিরীহ উলামায়ে কেরাম ও দ্বীনদার জনগনকে কারাগারে বন্দী করে সরকার তার ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়। ক্ষমতার অপপ্রয়োগ করে সরকার বিরোধী সকল কণ্ঠ স্তব্ধ করে দিতে চায়।

তিনি আরো বলেন, কারো কোনো কর্মসূচি বা বক্তব্য সরকারের বিপক্ষে গেলেই প্রতিশোধ নেয়ার যে উগ্র খেলায় মেতে উঠছে সরকার, এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। সরকারের এ ফ্যাসিবাদী আচরণের তীব্রতা যত বাড়বে, সরকারের পতন ততই ঘনিয়ে আসবে।

তিনি আরো বলেন, করোনার প্রকোপে মানুষ যখন দিশেহারা, অর্থনীতি যখন মারাত্মক বিপর্যস্ত, সরকার তখন আপন স্বার্থ চরিতার্থ করতে ব্যস্ত। সরকারের এই দমন-পীড়ন ও ফ্যাসিবাদি আচরণে জনজীবন আজ দুর্বিষহ হয়ে উঠছে। জনগন এ থেকে মুক্তি চায়। নিরাপদ জীবন চায়। স্বাধীনভাবে চলাফেরা ও বাকস্বাধীনতা চায়।
তিনি অবিলম্বে মুফতী জয়নুল আবেদীন ভূঁইয়ার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এন.এইচ/

মন্তব্য করুন