নোয়াখালীতে প্রতিবেশির হামলায় নিহতের পরিবারের পাশে ইসলামী আন্দোলন

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, মে ১১, ২০২১

এম.এস আরমান,নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলায় প্রতিবেশির হামলায় নিহত আনিসুল হকের অসহায় পরিবারের পাশে দাড়িয়েছেন ঈদ সামগ্রী নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

১১ মে মঙ্গলবার কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের সৌদিয়া বাজার সংলগ্নে মরহুম আহসান উল্লাহ আনিস এর অসহায় পরিবারের মাঝে নগদ অর্থসহ ঈদ উপহার প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ শাখা।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওঃ আবু বকর ছিদ্দীক হারুন, বাংলাদেশ মুজাহিদ কমিটি কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি এইচ.এম.শাহিদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন সভাপতি জাকির হোসাইন মাসউদ, ইশা ছাত্র আন্দোলন বসুরহাট পৌর শাখা সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুনসহ নেতৃবৃন্দ।

উল্লেখ্য,গত ১৬ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় গাছ কাঁটার বিরোধে প্রতিবেশিদের হামলায় ঘটনাস্থলেই নিহত হন আহছান উল্লাহ আনিস।খবর পেয়ে এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে একই পরিবারের চার জনকে আটক করেছে পুলিশ।

এন.এইচ/

মন্তব্য করুন