মাদানীনগরের ঈর্ষণীয় সাফল্য: ফযিলতের ১৭ মেধাতালিকাসহ মুমতাজ ৫১

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, মে ১১, ২০২১

দেশের শীর্ষস্থানীয় দ্বীনি বিদ্যাপীঠ “দারুল উলূম মাদানীনগর ঢাকা” বরাবরের ন্যায় এবারও বেফাকের ফজিলত তথা মেশকাত জামাতে ঈর্ষনীয় রেজাল্ট অর্জন করেছে।

১৪৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে সারাদেশে মেধা তালিকায় ২য় স্থান অর্জন সহ সিরিয়াল পেয়েছে মোট ১৭ জন। সিরিয়ালগুলো যথাক্রমে ২, ৮, ১৩, ১৬, ১৮, ২০, ২০, ২৪, ২৮, ৩০, ৪১, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৬, ৪৭।
এবং সর্বোচ্চ বিভাগ মুমতাজ অর্জন করেছে ৫১ জন। সর্বমোট মুমতাজ ৬৮ জন। জায়্যিদ জিদ্দান ৬৭ জন। জায়্যিদ ০৯ জন। মাকবুল ও রাসেব নেই।

উল্লেখ্য, মাদানীনগর মাদ্রাসা কেবল মেশকাত জামাত বেফাকের অন্তর্ভুক্ত। অন্যান্য বিভাগগুলো মাদানী নগরের নিয়ন্ত্রাধীন তালিমী বোর্ড মাদারিসে কওমিয়া আরাবিয়া বাংলাদেশ এর অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে।

এন.এইচ/

মন্তব্য করুন