

এতে মজিলার নির্বাচিত ছয়জন বিচারক বেস্ট অ্যাডঅনগুলোকে সিলেক্ট করেছেন। তারা মোট একশটি অ্যাডঅনের মধ্য থেকে গ্র্যান্ডপ্রাইজ উইনারদের নির্বাচিত করে। সাধারনত তিনটি ক্যাটাগরি তে এই অ্যাডঅন বাছাই করা হয়
১. বেস্ট নিউ অ্যাড অন
২. বেস্ট আপডেটেড অ্যাডঅন
৩. বেস্ট মিউজিক অ্যাডঅন
আমি আপনাদের কাছে সাতটি বেস্ট অ্যাডঅনকে তুলে ধরার চেষ্টা করলাম –
বেস্ট নিউ অ্যাডঅন
১. পেন্সিল
এর ব্যাপারে আসলে নতুন তরে বলার কিছু নাই। এই ব্যাপারে বিস্তারিত আমার এই টিউনটি তে লেখা হয়েছে।
২. ট্যাগমার্ক
tagmarks.png
যারা অনেক বুকমার্ক করে থাকেন তাদের সুবিদার্থে এই অ্যাডঅন। এক ক্লিকে ই বুকমার্কিং হয়ে যাবে।
৩. হ্যান্ডি ট্যাগ
অটোম্যাটিক বুকমার্ক ট্যাগিং এর জন্যে আপনি এই অ্যাডঅনটি বেচে নিতে পারেন।
বেস্ট আপডেটেড অ্যাডঅন
৪. রিড ইট লেইটার
readitlater.png
ADs by Techtunes ADs
আপনার পছন্দের আকর্ষনীয় পেজগুলো কে পরে পড়ার জন্যে সেভ করে রাখতে পারেন।
৫. ট্যাগ শিফটার
tagsifter.png
আপনার বুকমার্কগুলোকে ট্যাগ আকারে সুবিন্যস্ত এবং ব্রাউজিং এর সুবিদার্থে ব্যবহার করে দেখতে পারেন।
৬. বুকমার্ক প্রিভিউ
bookmarkpreviews.png
এই এক্সটনশনটি আমার অনেক পছন্দের। আপনার বুকমার্কের প্রিভিউ এবং থাম্বনেইল ছবি ও দেখতে পারবেন এই অ্যাডঅনটির মাধ্যমে
বেস্ট মিউজিক অ্যাডঅন
৭. ফায়ার এফএম