জামালপুরের পুলিশ সদস্য আশিক মাহমুদ করোনায় মারা গেছেন

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন জামালপুরের পুলিশ সদস্য আশিক মাহমুদ (৪০)। গতকাল বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে তিনি ইন্তেকাল করেন।

আজ বৃহস্পতিবার আইইডিসার এর সর্বশেষ তথ্যমতে গত ২৪ ঘন্টা দেশে ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আশিক মাহমুদও ছিলেন।

ডিএমপির ট্রাফিক উত্তরের সহকারী কমিশনার (এসি-অ্যাডমিন) বদরুল হাসান জানান, করোনা উপসর্গ দেখা দেবার পর প্রথমে তাকে সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজের পুলিশ তত্ত্বাবধানের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়।

গত ২৬ এপ্রিল করোনার স্যাম্পল পরীক্ষা করা হয়। পরদিন অর্থাৎ ২৭ এপ্রিল তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। কাল তার অবস্থার অবনতি হলে রাজারবাগ পুলিশ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিলো।

আশিক মাহমুদের বাড়ি বাড়ী জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ১০নং ঝাউগড়া ইউনিয়নের ইন্দ্রবাড়ী গ্রামে। তিনি ডিএমপি, ঢাকার ট্রাফিক উত্তর বিভাগের এয়ারপোর্টে জোনে কর্মরত ছিলেন।

আজ বৃহস্পতিবার বিকেলে মৃতের আত্মীয় সূত্রে জানা যায়, তার লাশ ঢাকা কুর্মিটোলা হাসপাতাল থেকে জামালপুর আনা হচ্ছে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মহামারী করোনাভাইরাসে দেশে নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে। আজকের মৃতদের ৩ জন পুরুষ এবং ২ জন মহিলা। বয়স হিসেবে ষাটোর্ধ্ব দুইজন এবং চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে তিনজন।

বিস্তারিত: বৃহস্পতিবার দেশে আক্রান্ত ৫৬৪, মৃত ৫

এছাড়া এদিন নতুন আক্রান্ত হয়েছে ৫৬৪ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যু হলো ১৬৮ জনের এবং মোট আক্রান্ত হয়েছে ৭৬৬৭ জন।

/এসএস

মন্তব্য করুন