ঘন কুয়াশায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে চলাচল বন্ধ

প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে সব ধরনের নৌযান চলাচল।

৭ জানুয়ারি রাত গভীর হওয়ার সাথে সাথে কুয়াশার মাত্রা বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখে কাঁঠালবাড়ী-শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ। বুধবার (৮ জানুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ী ঘাট কর্তৃপক্ষ জানিয়েছেন, মঙ্গলবার রাত ১টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। ফলে নৌরুটে দিক নির্ণয়ে ব্যর্থ হলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

সকালে লঞ্চ ও স্পিড বোট ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, রাত থেকে এখনও ঘন কুয়াশা বিরাজমান থাকায় সকাল থেকে লঞ্চ ও স্পিড বোট চলাচলও বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক  গণমাধ্যমকে জানান, মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। কুয়াশা কেটে গেলে চলাচল স্বাভাবিক হবে।

আই.এ/

মন্তব্য করুন