ফরিদপুরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারে নিহত ৬

প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০

ফরিদপুরে সদর উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার ওসি সফুর রহমান জানান, মামুন পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে যশোর যাওয়ার পথে মল্লিকপুর এলাকায় বিপরীতমুখী একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

আই.এ/

মন্তব্য করুন