
চট্টগ্রামে থেকে জুনায়েদ হাবীব: শিক্ষার্থীদের সেচ্ছাসেবী সংগঠন লিও ক্লাব অব চিটাগং সলিডারিটির আয়োজনে ও লায়ন্স ক্লাব অব চিটাগং সলিডারিটির পৃষ্ঠপোষকতায় সনদ বিতরণ ও ইনডাকশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৯ই ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের বেগম হালিমা রোকেয়া হলে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স জেলা কাউন্সিলের গভর্নর এডভাইজার লায়ন জাকিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট লিও নুজাবা তাসান্নুম।
এতে স্বাগত বক্তব্য রাখেন লিও ক্লাব অব চিটাগং সলিডারিটির নবনিযুক্ত প্রেসিডেন্ট লিও নান্জিবা চৌধুরী। তিনি বলেন, লিও ক্লাব অব চিটাগং সলিডারিটি সূচনা লগ্ন থেকেই সমাজের বিভিন্ন শহরে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ।আগামীতে আমরা দেশের জনকল্যানমূলক কাজ গুলোতে অংশীদারত্বের সাক্ষর রাখতে চাই।
লিও ক্লাব অব চিটাগাং সলিডারিটির জমকালো আয়োজনে চট্টগ্রামের জনপ্রিয় তরুণ শিল্পী আবুল হাসনাতের বাঁশির মূর্ছনায় পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ হয়ে ওঠে আরও প্রানবন্ত।
সভায় উপস্থিত ছিলেন, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম, লায়ন নিজাম উদ্দিন মোহাম্মদ মামুন,লায়ন্স ক্লাব অফ চিটাগং সলিডারিটির চার্টার প্রেসিডেন্ট লায়ন্স এরফান উদ্দিন খালেদ, লায়ন সাইফুল করীম আরিফ,লিও শাহরিয়ার ইকবাল,অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।এবং অসহায় গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।এছাড়াও আরো উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগং সলিডারিটির তৎকালীন প্রেসিডেন্ট লিও সামিন ইয়াসীর সা’আদ,সংগঠনটির ডিরেক্টর লিও রাসফান চৌধূরী,ডিরেক্টর লিও তাসফিয়া তাবাস্সুম, ট্রেজারার সাকাওয়াত দিহান,লিও মিরাজ চৌধুরী,লিও আব্দুল্লাহ নোমান প্রমুখ।
আই.এ/

