তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৫.২ ডিগ্রি

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯

৩ ঘণ্টার ব্যবধানে দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

এর আগে, সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা তিন ঘণ্টার ব্যবধানে ৪ পয়েন্ট কমে নিচে নেমে যায়। এদিকে, তাপমাত্রা কমলেও সকাল ৮টা থেকে জেলায় সূর্যের দেখা মিলেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (৩০ ডিসেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে চলতি মৌসুমে এবং চলতি বছরে গত রোববার (২৯ ডিসেম্বর) দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আই.এ/

মন্তব্য করুন