

পাবলিক ভয়েস : বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত দুই যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকালে ফরাসগঞ্জ খেয়াঘাট বরাবর মাঝনদী থেকে একজনের ও সন্ধ্যায় মীরেরবাগ এলাকা থেকে অপর জনের লাশ উদ্ধার করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. ফিরোজ উদ্দিন আহমেদ জানান, পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। বিকালে ফরাসগঞ্জ খেয়াঘাট বরাবর মাঝনদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ পাওয়া যায়। ওই যুবকের পরনে ছিল কালো রঙের প্যান্ট। শরীরের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি বলেন, এরপর সন্ধ্যার দিকে বুড়িগঙ্গা নদীর মীরেরবাগ এলাকা থেকে ভাসমান অবস্থায় অপর লাশটি উদ্ধার করা হয়। তার পরনে কোনো বস্ত্র ছিল না। তবে ডান পায়ে কাটা জখম রয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, অজ্ঞাত দুই যুবকের লাশ বুড়িগঙ্গায় পাওয়া গেছে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে সেটা বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।
তবে একটি লাশের ডান পায়ে জখমের চিহ্ন দেখে মনে হচ্ছে কোনো লঞ্চ বা ট্রলার থেকে পড়ে ইঞ্জিনের পাখার আঘাতে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় দুটি অপমৃত্যু মামলা দায়ের করেছে বলে তিনি জানান।