
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে হক গ্রুপের মেরিকো বাংলাদেশে কোম্পানি লিমিটেড কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো.আতিকুর রহমান জানান, টঙ্গীতে শিল্প এলাকায় হক গ্রুপের মেরিকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড কারখানার টিনশেড গুদামে সকালে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে ওই গুদামে থাকা প্যারাসুট নারিকেল তেল ও আসবাবপত্র পুড়ে গেছে। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জিআরএস/পাবলিক ভয়েস