
আশরাফ আলী, মাগুরা: মাগুরা শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে এক গৃহবধুকে ধর্ষণ ও ধর্ষণের দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করেছে দুই যুবক।
জানা যায়, স্বামীর সাথে কথা কাটাকাটি করে ওই গৃহবধু পাশের গ্রামে একজনের বাড়ি আশ্রয় নেয়। পরের দিন ভোর সকালে সে মাগুরার উদ্দেশ্যে রওনা হয়ে বরিশাট গ্রামের পেট্রোল পাম্পের কাছাকাছি পৌছালে আনিসুর ও রবিউল নামের দুই যুবক তাকে ঘিরে ধরে।
এসময় সে দৌড় দিলে মুখ চেপে ধরে তাকে বরিশাট গ্রামের শ্মশানের পাশে একটি বাগানে নিয়ে ধর্ষণ করে এবং ধর্ষণের দৃশ্য মোবাইল দিয়ে ভিডিও করে। পরে বিষয়টি এলাকার লোকজন বুঝতে পেরে ছুটে এসে ধর্ষনের শিকার গৃহবধূকে উদ্ধার করে। আনিস ও রবিউল বর্তমানে শ্রীপুর থানা হাজতে রয়েছে। তদের দুজনের বাড়িই বরিশাট গ্রামে।