পরকীয়ার জেরে স্ত্রীর হাতে ৫০ বছর বয়সী স্বামী খুন

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, মে ১৩, ২০১৯

পরকীয়ার জের ধরে জয়নুদ্দীন মালিথা (৫০) নামে এক কৃষককে খুন করেছেন স্ত্রী ও তার ছোটভাই। এ ঘটনায় নিহতের স্ত্রী আবেদা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক রয়েছেন ছোটভাই ছহির উদ্দীন। 

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাদিখালী চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানায়, জয়নুদ্দিনের স্ত্রী আবেদা খাতুনের সাথে ছহির উদ্দিনের দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক  ছিল। এ কারণেই ভাই এবং স্ত্রী মিলে তাকে হত্যা করেন।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, দৌলতপুর ইউনিয়নের খাদিখালী চরপাড়া গ্রামের নিজ ঘরের বারান্দায় রবিবার রাতে শুয়েছিলেন জয়নুদ্দীন। রাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার পর থেকেই ছোটভাই ছহির উদ্দীন পলাতক রয়েছেন। এ ঘটনায় হরিণাকুন্ডু থানায় একটি মামলা হয়েছে। আসামি গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

সোমবার বেলা ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন