

বাইজিদ আল-হাসান, ওমান: ওমানের মাটিতেও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেছে বাংলাদেশ স্কুল এন্ড কলেজ সাহাম।
শুধুমাত্র দেশেই নয়, বিদেশের মাটিতেও বেশ ঘটা করে পালন করা হয়েছে পহেলা বৈশাখ। ওমানে বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ স্কুল এন্ড কলেজ সাহামে দিনব্যাপী বিভিন্ন প্রোগ্রাম দিয়ে সাজানো হয় এই অনুষ্ঠানের।
দিনের শুরুতে আলোচনা সভার মাধ্যমে কার্যক্রম শুরু হয়, এরপর ধারাবাহিকভাবে সাইন্স ফেয়ার ও বিজনেস মেলা, সার্টিফিকেট প্রদান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্লোব কোম্পানীর সৌজন্যে লাকি কূপন-ড্র, সবশেষে পান্তা ইলিশসহ বিভিন্ন আয়োজন ছিলো।
পহেলা বৈশাখের উদ্ভোদন করেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান হাসান, ছাত্রছাত্রীদের হাতে পুরুস্কার তুলে দেন স্কুলের প্রিন্সিপাল এম.এস.ইসলাম শফিক, এসময় উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় বাংলাদেশি প্রবাসীরা।