

ডেস্ক রিপোর্টঃ ইতালির ব্রেশিয়া শহরে ‘বিশ্ব মাতৃভাষা দিবস’ উদযাপিত হয়েছে। বাংলাদেশসহ পৃথিবীর মোট ১৫টি ভাষাভাষী মানুষ এই উৎসবে যোগ দেয়। অনুষ্ঠানে ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য প্রান দেয়া ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
ব্রেশিয়া বাংলা একাডেমির প্রেসিডেন্ট ও স্থানীয় রাজনীতিক কাউসার জামানের উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশের কনসাল জেনারেল ইকবাল আহমেদ। বিশষ অতিথি ছিলেন, ব্রেশিয়া পৌরসভার প্রেসিডেন্ট রোবেরতো কামারাতা, মেয়র পাওলো বোনভিসিনি, কাউন্সিলর রোবেরতা মোরেল্লি, প্রমূখ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা তাদের নিজস্ব ভাষা এবং সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধান অতিথি ইকবাল আহমেদ বাংলাদেশের রাষ্ট্র ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, পৃথিবীর বুকে বাংলাদেশিরাই একমাত্র জাতী যারা রাষ্ট্রভাষার জন্য জীবন দিয়েছে।