
আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত মনোনয়ন বাতিলের দাবিতে ময়মনসিংহের নান্দাইলে কয়েক হাজার সাধারণ মানুষ ও বিএনপির ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে উত্তাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।আজ ১০ ডিসেম্বর, বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নান্দাইল পৌরশহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মশাল জ্বালিয়ে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদর বাজার, থানার মোড়, বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে উপজেলা চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়।বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দলের বহুদিনের পরিক্ষিত, ত্যাগী ও ভিত্তিভূমি নেতাদের বাদ দিয়ে অযোগ্য ও অজনপ্রিয় ব্যক্তিকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে— যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।সমাবেশে বক্তারা বলেন—
“নান্দাইলের আপামর জনতার চাওয়া—ত্যাগী, যোগ্য, পরীক্ষিত ও জনবান্ধব নেতার হাতে মনোনয়ন দেওয়া হোক। অযোগ্য, অজনপ্রিয় ও হঠাৎ আসা কোনো ব্যক্তিকে চাপিয়ে দিতে চাইলে নান্দাইলবাসী তা মেনে নেবে না। জনগণের দাবিকে উপেক্ষা করে দেওয়া মনোনয়ন বাতিল করে নতুন করে জনমতের ভিত্তিতে প্রার্থী ঘোষণা করতে হবে।” বক্তারা আরও উল্লেখ করেন—
“বিএনপি আন্দোলন-সংগঠনে যেসব নেতারা সবসময় মাঠে ছিলেন, যারা নির্যাতিত হয়েছেন, যাদের রক্ত-ঘাম-ত্যাগে দল সংগঠিত হয়েছে—তাদেরই মূল্যায়ন করতে হবে। কোনোভাবেই টাকা-দলবাজি বা ব্যক্তিস্বার্থের ভিত্তিতে মনোনয়ন দেওয়া যাবে না। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”বক্তারা দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে বলেন—
“দলকে শক্তিশালী করতে হলে ত্যাগীদের মর্যাদা ফেরাতে হবে। নান্দাইলের মানুষের ক্ষোভ ও প্রত্যাশা নেতৃত্ব পর্যায়ে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। ভুল মনোনয়ন হলে জনগণের আন্দোলন আরও তীব্র হবে।”মশাল মিছিলে নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, পৌর এলাকার সাধারণ মানুষ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও পুরো এলাকায় উত্তপ্ত পরিবেশ বিরাজ করছিলো।

