হেফাজত ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর নায়েবে আমির মাওলানা যুবায়ের আহমদকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ।
শুক্রবার সন্ধ্যায় লালবাগ থেকে তাকে ডিবি পুলিশের একটি দল গ্রেফতার করে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।
তিনি বলেন, ‘আগের একটি মামলা ও এবারের হেফাজতের তাণ্ডবে করা মামলায় তিনি আসামি। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’ সূত্র: নয়া দিগন্ত