পাবলিক ভয়েস: ফিলিপাইনের একটি দ্বীপে অবস্থিত গির্জায় জোড়া বোমা হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। জঙ্গিগোষ্ঠী আবু সায়াফ এ হামলা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আজ রোববার দক্ষিণ ফিলিপাইনের সুলু প্রদেশে এ বোমা হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫ জন সামরিক ও ১৪ জন বেসারিক লোক রয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৪৩ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুলুর সামরিক মুখপাত্র অ্যাডগার্ড জানান, গির্জার লোকেরা যখন জোলো ক্যাথেড্রালের ভেতরে অবস্থান করছিল তখন প্রথম বিস্ফোরণটি ঘটে । এরপরই গাড়ি পার্কিংয়ের জায়গায় দ্বিতীয় বিস্ফোরণটি সংঘটিত হয়।