ইসমাঈল আযহার: ১৪৪২ হিজরী/২০২১ ঈসাব্দের দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু হবে ১৯ শা‘বান ১৪৪২ হিজরী, ৩ এপ্রিল ২০২১ ঈসাব্দ শনিবার।
আজ মঙ্গলবার আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর স্থায়ী কমিটির জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
সভায় গৃহীত দুটি সিদ্ধান্ত হল—
(১) ১৪৪২ হিজরী/২০২১ ঈসাব্দের দাওরায়ে হাদীস পরীক্ষার তারিখ ৩ দিন পেছানো হয়। সুতরাং ১৯ শা‘বান ১৪৪২ হিজরী, ৩ এপ্রিল ২০২১ ঈসাব্দ শনিবার বর্তমান রুটিন অনুসারে শুরু হয়ে ২৭ শা‘বান ১৪৪২ হিজরী, ১১ এপ্রিল ২০২১ ঈসাব্দ রবিবার শেষ হবে।
(২) গ্রহণযোগ্য ওযরের কারণে যারা এ মুহূর্তে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, মাদরাসার প্রত্যয়ন সাপেক্ষে আল-হাইআতুল উলয়া তাদের জন্য পরবর্তীতে পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করবে।
আইএ/