পাবলিক ভয়েস: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় নিখোঁজ হওয়ার নয়দিন পর সেপটিক ট্যাংক থেকে আল আমিন (১১) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার (২৬ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে সখিপুর থানার বাহেরচর গ্রামের নিজ বাড়ির পাশের সেপটিক ট্যাংকে তার মরদেহ পাওয়া যায়।
বাহেরচর গ্রামের স্বপন মাঝির ছেলে আল আমিন বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, নয়দিন আগে বাহেরচর এলাকায় ওয়াজ মাহফিল হয়। আল আমিন রাতে ওয়াজ মাহফিলে ঘোরাফেরা করে আর বাড়ি ফেরেনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন পরিবারের লোকজন।
এদিকে, স্থানীয়রা গতকাল শনিবার রাতে বাড়ির পাশের সেপটিক ট্যাংকে আল আমিনের মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, নিঃসন্দেহে এটি একটি হত্যাকাণ্ড। হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।