আগামী ২৭ মার্চ শনিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে জনপ্রিয় ইংরেজির শিক্ষক এমলাক স্যারের ইংরেজি কোর্স।
১৪ দিনব্যাপী এই কোর্স অনুষ্ঠিত হবে জামিয়া কারীমীয়া আরাবিয়া রামপুরা (বড় মাদরাসায়)।
আরবি ভাষার আদলে এমলাক স্যারের যুগোপযুগি এই চ্যালেঞ্জিং কোর্সের সবগুলো ক্লাস নেবেন এমলাক স্যার নিজে। উপস্থিত থাকবেন সকল তামরিনেও। ছাত্ররা পাবে ২৪ ঘন্টা তার নেগরানিতে ইংলিশে কথা বলার যোগ্যতা অজর্নের এক নতুন দিশা।
এমলাক স্যার আলেম, ওলামা, ছাত্র তলাবাদের কাছে আগে থেকেই জনপ্রিয়। তার লেখা বই অনেক বই হাজার হাজার ছাত্র এর হাতে পৌঁছেছে অনেক আগেই।
১৪ দিনের এই কোর্সে তিন বেলা খাবার সহ আবাসিক খরচ মাত্র ১৪৫০ টাকা। অনাবাসিক মাত্র ৫৫০ টাকা।
ভর্তি ও অন্যান্য নিয়মাবলী :
- ভর্তি শুরু : আগামী শনিবার ২৭ মার্চ সকাল ১০টায়
- ক্লাস শুরু : বাদ যোহর
- ক্লাসের সময় : সকাল ৯ টা থেকে ১২টা ৩০ পর্যন্ত
- যোহরের পর অনুশীলন। আসরের পর লেখা। মাগরিবের পর রাত ১০ টা পর্যন্ত ক্লাস
বিস্তারিত আরও জানতে চাইলে যোগাযোগ : ০১৯১১৫৭৯৩৩৮/০১৭১৩৬৬৪৫৬০
এমলাম স্যার তার কোর্স সম্পর্কে বলেন - আরবি ভাষাকে পুঁজি করে কওমি প্ল্যাটফর্মের এই কোর্সে বহু মাদরাসার ছাত্রদের অংশগ্রহণ প্রতি বছরই নজরে আসে।
এছাড়াও এমলাক স্যার বেফাক, ফরিদাবাদ, রাহমানিয়া, মাদানীনগর এবং আরো বড় বড় প্রতিষ্ঠানগুলোতে কাজ করে তৈরী করেছেন বেশ কিছু পরিশ্রমী শিক্ষক যাদের মাধ্যমে ইতিমধ্যে শুরু হচ্ছে দেশের বিভিন্ন স্থানে তার ম্যাথডে আরো আরো কোর্স।
এমলাক স্যারের কোর্সের বৈশিষ্ঠসমূহ:
বিস্তারিত ফোনালাপের জন্য : 01911579338 / 01713664560