পাবলিক ভয়েস: এবারের বিপিএলে চিটাগং ভাইকিংসের তুরুপের তাস রবি ফ্রাইলিঙ্ক। টুর্নামেন্ট শুরুর আগে চিটাগংকে নিয়ে অতটা আলোচনা না হলেও মাঝারি শক্তির দল নিয়েই পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে দখল করে বসেছে ভাইকিংস। কিন্তু টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে চোটাক্রান্ত হলেন প্রোটিয়া এই ব্যাটসম্যান। এতেই কপাল পুড়লো বন্দরনগরের দল চিটাগংয়ের। রংপুরের বিপক্ষে হারের পর রাজশাহীর বিপক্ষে হেরে টানা দুইম্যাচ হারতে হল মুশফিকদের। তবে হেরেও এখনো শীর্ষেই আছে ভাইকিংসরা।
শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রানের বড় সংগ্রহ করে মিরাজের রাজশাহী কিংস। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান তুলতে সমর্থ হয় ভাইকিংসরা। ফলে ম্যাচটি ৭ রানে জিতে যায় মিরাজের রাজশাহী কিংস।
এর আগে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩২তম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে রাজশাহী কিংস।
জনসন চার্লসের ফিফটি, রায়ান টেন ডেসকাট ও ক্রিশ্চিয়ান জনকারের ঝড়ো ইনিংসের ভর করে ১৯৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে রাজশাহী কিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন চার্লস। ১৭ বলে ৩৭ করেন জনকার। ১২ বলে ২৭ রান করেন রায়ান টেন।