ইসমাঈল আযহার: নাইজেরিয়ার মেথোডিস্ট চার্চের যাজক স্যামুয়েল উচে খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে শান্তি ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। খবর পিপল গেজেটের।
রবিবার (২১ মার্চ) সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি মুসলিম ও খ্রিস্টান দুই পক্ষের কাছে এ আবেদন করেন।
খবরে বলা হয়েছে, দেশটির কোয়ারা অঞ্চলে মুসলিম মেয়েদের হিজাব পরা নিয়ে সংকট তৈরি হলে তিনি এই আবেদন করেন।
তিনি বলেন, আমি মনে করি, খ্রিস্টানদের উচিৎ নয় যে, মুসলিম মেয়েদের হিজাব পরার কারণে তাদের স্কুল বন্ধ করে দেওয়া।
তিনি আরও বলেন, এছাড়া খ্রিস্টানরা যারা মুসলিম স্কুলে যায় তাদেরও হিজাব পড়তে বাধ্য করা উচিত নয়।
হিজাব পরা, না পরা ধর্মীয় বিষয় বলে মন্তব্য করেন তিনি।