আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগ ও ব্যবস্থাপনায় ধারাবাহিকভাবে বাংলাদেশে ২০২১ সালের ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে লাখো কোরআন প্রেমীদের উপস্থিতিতে গত ৩রা মার্চ ২০২১ থেকে করোনা পরবর্তী বাংলাদেশের সর্বপ্রথম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের যাত্রা শুরু হয়।
এরপর ধারাবাহিকভাবে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ঢাকার যাত্রাবাড়ী, গাজীপুর, সিলেট, নারায়ণগঞ্জ, কক্সবাজার, চট্টগ্রামের ফটিকছড়ি, সীতাকুণ্ড, ঢাকার সাইনবোর্ড, ঢাকার উত্তরা ও চট্টগ্রামের পতেঙ্গাসহ দেশের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গন মুখরিত হয়ে উঠে।
গত (৩রা মার্চ ২০২১) দুপুর ৩ টা থেকে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন শুরু হয়ে রাত ১টায় সমাপ্ত হয়।
প্রথমদিনের সম্মেলন মাওলানা ক্বারী আবুল হোসাইনের সভাপতিত্বে ও শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর আহ্বানে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান (এমপি) সম্মেলনে বরেণ্য উলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবারের সম্মেলনে অংশ নিয়েছেন বিশ্বের অনেক প্রথিতযশা ক্বারী সাহেবগণ। তিলাওয়াত ও সুরের মূর্ছনায় কোরআন প্রেমিদের মুগ্ধ করেছেন মিশরের কৃতি সন্তান বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ক্বারী শায়েখ মাহমুদ আত তুখী, ইরানের কৃতি সন্তান বর্তমান বিশ্বের অন্যতম প্রসিদ্ধ ক্বারী শায়েখ সাঈদ তুসী, আফগানিস্তানের রাষ্ট্রীয় ক্বারী শায়েখ আবদুল কাবীর হায়দারী। মিশরের প্রখ্যাত ক্বারী শায়েখ মুহাম্মদ সাইয়েদ ঈদ, শায়েখ ক্বারী ইজ্জত রাশেদ ও বাংলাদেশের প্রখ্যাত ক্বারী সাহেবগণ, সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা উবায়দুর রহমান খান নদভী, আওলাদে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শায়েখ মুনির তুরান - তুরস্ক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমদ, আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আলহাজ্ব আশরাফ উদ্দিন প্রমুখ।
২০ দিনব্যাপী ধারাবাহিক সম্মেলনের তদারকি করেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি শায়েখ সালাহউদ্দিন জাহাঙ্গীর, সহ-সভাপতি শায়েখ আজহারুল ইসলাম, শায়েখ মাহমুদুল হক, এম এরশাদ উল্লাহ আকমাল প্রমুখ।
আজ ২১ মার্চ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে আগত বিশ্ববরেণ্য অতিথিগণ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন। বিদায় মুহূর্তে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা, বাংলাদেশ ও বিশ্বনন্দিত ক্বারী শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ধারাবাহিক সম্মেলনের প্রথমদিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী বলেন
দোয়া ও কোরআনের বরকতে আল্লাহ মহামারি থেকে রক্ষা করেছেন।
পবিত্র কোরআন তিলাওয়াত ও প্রিয় বান্দাদের দোয়ার বরকতে মহান আল্লাহতায়ালা বাংলাদেশকে করোনা মহামারির ভয়াবহ পরিণতি হতে রক্ষা করেছেন বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারি পরিস্থিতিতে বাংলাদেশের হিফজ মাদরাসাগুলো খোলা রাখার ব্যবস্থা করেছিলেন। তিনি ভেবেছেন দিন-রাতে মহান আল্লাহতায়ালার বাণী তিলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহতায়ালা হয়ত এ মহামারি পরিস্থিতি থেকে বাংলাদেশের জনগণকে হেফাজত করবেন।
তিনি বলেন - আমি বিশ্বাস করি আল্লাহতায়ালা হাফেজ-আলেমসহ তার প্রিয় বান্দাদের দোয়া কবুল করেছেন। বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা অনেক ভালো।
ধারাবাহিক সম্মেলনের প্রথমদিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ সাহানে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা আয়োজিত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ অনেক অবদান রেখে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারও ইসলামের খেদমতে অসংখ্য কার্যক্রম বাস্তবায়ন করছেন।
তিনি আরও বলেন, বিশ্বের সব তরুণ ও যুব সম্প্রদায় বিশেষ করে বাংলাদেশের তরুণ যুবকদের মধ্যে পবিত্র কোরআনের তিলাওয়াতকে জনপ্রিয় করে তোলা, কোরআনভিত্তিক জীবন গঠনে আগ্রহ সৃষ্টি এবং এর প্রচার প্রসারে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা ও আজকের আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।