জবি সংবাদদাতা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়ার জন্য সরকারের নিকট দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)।
আজ রবিবার (২১ মার্চ) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নুরে আলম আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়মিত উপাচার্য নেই। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসহ সার্বিক উন্নয়নের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দের মধ্য থেকে উপাচার্য নিয়োগ করার জন্য সরকারের নিকট দাবি জানাচ্ছি।
এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোঃ নুরে আলম আবদুল্লাহ বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক সিনিয়র ও উপাচার্য হওয়ার যোগ্য অধ্যাপক রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সামগ্রিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া হোক। আমরা আশা করি আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে।"
প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যাপক আছেন ১০৮ জন। যার মধ্যে গ্রেড-১ পদমর্যাদায়ই আছেন ২৬ জন অধ্যাপক। তাদের অনেকেরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য, ট্রেজারারসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে।
উল্লেখ্য, গত ১৯ মার্চ উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মীজানুর রহমানের দ্বিতীয় মেয়াদ শেষ হয়। এর আগে থেকেই বিশ্ববিদ্যালয় থেকেই উপাচার্য নিয়োগের বিচ্ছিন্নভাবে দাবি আসলেও এই প্রথম বিশ্ববিদ্যালয় শীর্ষ পদের জন্য আনুষ্ঠানিকভাবে দাবি জানালো শিক্ষক সমিতি।