ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, স্বাধীনতা বাঙালি জাতির গৌরবময় অধ্যায়।
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মহান লক্ষে সংঘটিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমাদের জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
এমন একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে 'গুজরাট কসাই' খ্যাত নরেন্দ্র মোদির উপস্থিতি সুবর্ণজয়ন্তীকে কলঙ্কিত করবে। আমরা ভারতের প্রধানমন্ত্রী নয়, বরং ব্যক্তি নরেন্দ্র মোদির বিরোধীতা করছি।
আজ রবিবার বিকাল ৩ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।
জরুরি বৈঠকে নগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, জয়েন্ট সেক্রেটারি ডা. শহীদুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মুফতী শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।