প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৬:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২১, ১১:৩৫ অপরাহ্ণ
২৭ মার্চ থেকে শুরু হবে হুফফাজুল কুরআনের কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের ৪০ দিনব্যাপী কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স ১৩ই সাবান (২৭ মার্চ) থেকে ২২ই রমজান (৫ই মে) পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
উস্তাযুল হুফ্ফাজ হাফেজ ক্বারী শাইখ আব্দুল হক পরিচালিত হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের ৪০ দিন ব্যাপী কেন্দ্রীয় এ মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সটি ঢাকার কেরানীগঞ্জ, ব্রাহ্মণকিত্তা আল আশরাফ মসজিদ কমপ্লেক্সে এ অনুষ্ঠিত হবে।
হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক হাফেজ নাসির উদ্দিন পাবলিক ভয়েসকে বিষয়টি জানিয়েছেন।
প্রশিক্ষণে অংশ নেয়ার শর্তাবলী :
- ১. প্রশিক্ষণে আবেদনকারীকে অবশ্যই পূর্ণ কুরআনে হাফেজ হতে হবে।
- ২. হিফজখানার শিক্ষকতায় আগ্রহী হতে হবে।
- ৩. ফাউন্ডেশনের নির্ধারিত ফরম পূরণ ও নির্দিষ্ট ফি প্রদান করে ভর্তি হতে হবে।
- ৪. প্রশিক্ষণ চলাকালীন অন্য কোন প্রশিক্ষণে অংশ গ্রহণ করা যাবে না।
- ৫. প্রশিক্ষনার্থীর দাড়ি, চুল, টুপি, পােষাক-পরিচ্ছেদ সুন্নাত মােতাবেক হতে হবে।
- ৬. মােয়াল্লিমের নূন্যতম বয়স ২১ বছর হতে হবে।
প্রশিক্ষণে অংশ নেয়ার নিয়মাবলী :
- জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্র/চেয়ারম্যান কর্তৃক সনদপত্রের ফটোকপি আবশ্যক।
- ২ কপি পাসপাের্ট সাইজের রঙ্গীন ছবি আনতে হবে। দ
প্রশিক্ষণ চলাকালীন মােবাইল ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
- এনড্রোয়েড অর্থাৎ যে সকল মােবাইল দ্বারা ইন্টারনেট চলে এমন মােবাইল নিয়ে আসা যাবে না।
- প্রয়ােজনীয় বিছানা, প্লেট, মশারী ইত্যাদি সঙ্গে নিয়ে আসতে হবে।
ভর্তি ফি ও ৪০ দিন থাকা-খাওয়া বাবদ ৬০০০/- (ছয় হাজার টাকা মাত্র) জমা দিতে হবে।
সার্বিক যােগাযােগ: 01817-610083, 01923-288370, 01798-330219, 01755-340006।
এছাড়াও হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ বিস্তারিত জানা যাবে।
কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা : ৬৮ পিলখানা রােড, আজিমপুর, ঢাকা-১২০৫। ফোন-০২-৯৬৬৮৫৬৫, ০১৯৭-৯৬৬৮৫৬৫
Copyright © 2025 Samakaler Kontho. All rights reserved.