স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন প্রাক্কালে বিএসএফের গুলিতে মৌলভীবাজার জেলার জুড়ী সীমান্তে বাংলাদেশি যুবককে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও সেক্রেটারি আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার।
আজ ২০ মার্চ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশের সকলস্তরের দলমত মানুষের প্রবল বিরোধীতার পরও সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে সরকারের একতরফা ভারতপ্রীতি ফুটে উঠেছে। এ ধরণেল ঘটনা কোন পর্যায়ের দেশপ্রেম?
নেতৃদ্বয় বলেন, মোদীর হাত বাংলাদেশ নাগরিক হত্যার রক্তে রঞ্জিত। কাজেই এ কসাই মোদীকে বাংলাদেশের জনগণ কোনভাবেই বরণ করতে পারে না। তারা এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং মোদীকে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এনে অনুষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা থেকে বিরত থাকার আহ্বান জানান।