পাবলিক ভয়েস: নেত্রকোণার মদন উপজেলায় হ্যান্ড ট্রলি চাপায় ঈসমাইল হোসেন (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় শান্তা (১৭) নামে এক কিশোরী আহত হয়েছে।
আজ শনিবার (২৬ জানুয়ারি) বিকেলে সরকারি খাদ্যগুদাম এলাকার মগড়া নদীর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঈসমাইল পার্শ্ববর্তী আটপাড়া উপজেলার শুখারি গ্রামের মৃত উকিল মিয়ার ছেলে। আহত শান্তা মদনের নায়েকপুর ইউনিয়নের বাউসাম গ্রামের আব্দুল লতিফের মেয়ে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আজহারুল ইসলাম জানান, ঘাতক হ্যান্ড ট্রলি ও চালককে চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।