পূর্ব ভূমধ্যসাগর নিয়ে ইসরায়েল, গ্রিস ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুখোমুখি অবস্থানে রয়েছে তুরস্ক।
সাগরের তলদেশ দিয়ে বিদ্যুতের তার নেওয়ার প্রস্তাবিত কাজ শুরুর আগে দেশ দুটি এবং ইইউকে তুরস্কের কাছ থেকে অনুমতি নিতে বলেছে আঙ্কারা। তাদের কাছে এমন একটি কূটনৈতিক নোট পাঠিয়েছে তুরস্ক। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে এ কথা বলা হয়।
খবরে বলা হয়, সাইপ্রাস, গ্রিস ও ফ্রান্সকে নিয়ে ইসরায়েল একটি যৌথ নৌমহড়া সম্পন্ন করার কয়েকদিন পর এ নোট এলো। ২০১৯ সালে লিবিয়ার জাতিসংঘ-স্বীকৃত সরকারের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরের জলসীমা নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করে তুরস্ক।
জেরুজালেম পোস্ট জানায়, এ চুক্তির কারণে গত কয়েক বছর ধরে পূর্ব ভূমধ্যসাগরে সাইপ্রাস ও গ্রিসের দাবি হুমকির মুখে পড়েছে।
এদিকে তুরস্কের ডেইলি সাবাহ’র খবরে বলা হয়- ইসরাইল, গ্রিস ও গ্রিক সাইপ্রাসের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়, যার অধীনে পূর্ব ভূমধ্যসাগরের তলদেশ দিয়ে ২ হাজার মেগাওয়াটের বিদ্যুতের তার তিন দেশের সঙ্গে সংযুক্ত হবে। এ চুক্তির প্রতিবাদ জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় উল্লেখ করেছে, ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য অর্থায়নে পরিকল্পিত এ সংযোগের রুট তুরস্কের আঞ্চলিক জলসীমা অতিক্রম করবে। তুরস্ককে না জানিয়ে তারা এটা করতেই পারে না।
তিন দেশ গত সপ্তাহে আন্ডার সি ক্যাবলের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করার জন্য একটি চুক্তিতে পৌঁছে। এর আগে, দেশ তিনটি তুরস্ককে উপেক্ষা করে দক্ষিণপূর্ব ভূমধ্যসাগর থেকে ইউরোপের দেশগুলোতে গ্যাস নেওয়ার জন্য আন্ডার সি পাইপলাইন স্থাপনে ৬ বিলিয়ন ডলারের একটি পরিকল্পনায় একমত হয়।
ইসরাইল, গ্রিস ও সাইপ্রাস সম্প্রতি ভূমধ্যসাগরে যৌথ নৌমহড়াও পরিচালনা করে। ডেইলি সাবাহ জানায়, তিন দেশের সাম্প্রতিক জোটবদ্ধ তৎপরতার কারণে মনে হচ্ছে, তারা এ অঞ্চলে তুরস্ককে শত্রু হিসেবে দেখতে চায়। অনুমতি চাওয়ার জন্য তুরস্কের নোটের জবাবে দেশগুলো কী করেছে, তা এখনও জানা যায়নি।