ইউসুফ পিয়াস: রাজধানীতে বয়ে গেল ঝড়ো হাওয়া ও বৃষ্টি। দুপুরের পর থেকে মেঘের ঘনঘটা; রোদের দেখা নেই। মনে হয়েছে এই বুঝি ঝুম বৃষ্টি এলো, অবশেষে দুপুর গড়িয়ে বিকালে সেই বৃষ্টি নেমেছে।
এদিকে, ঝড়ো হাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ঢাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হচ্ছে। দেশের বিভিন্ন স্থানেই সামান্য অথবা হালকা বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও আবার অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে হচ্ছে বজ্রবৃষ্টিও বলেও আজ শনিবার বিকেল চারটায় পূর্বাভাসে এমনটাই জানানো হয়।
ওয়াইপি/পাবলিক ভয়েস