ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে মন্দিরে গিয়ে পানি পান করায় এক মুসলিম যুবকে বেধরক মারপিট করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা।
সম্প্রতি এর একটি ভিডিও সামাজিক গণমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, যুবককে বেধড়ক মারছেন এক ব্যক্তি। খবর আনন্দবাজারের।
ঘটনার ভয়াবহতায় সব মহল থেকে সমালোচনা শুরু হওয়ায় শেষে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। দায়ের করা হয় অভিযোগ।
বছর কয়েক আগে মহম্মদ আকলাখকে ফ্রিজে গরুর মাংস রাখার অভিযোগ তুলে তাকে পিঠিয়ে মেরে ফেলা হয়েছিল এই যোগীরাজ্যের দাদরিতে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম শিরিং নন্দন যাদব। তিনি বিহারে বাসিন্দা। ভাগলপুরে তার বাড়ি। তিনি কর্মসূত্রে উত্তরপ্রদেশে রয়েছেন। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
কী দেখা গিয়েছিল ভিডিওতে? দেখা যায়, স্থানীয় একটি মন্দিরে পানি খেতে ঢুকেছেন ওই যুবক। তিনি বেরিয়ে আসার পর অভিযুক্ত শিরিং যুবককে তার নাম জিজ্ঞাসা করেন।
বাবার নামও জিজ্ঞাসা করেন। তারপর প্রশ্ন করেন, কেন তিনি মন্দিরে ঢুকেছিলেন। যুবক উত্তর দেওয়ার পরেই শুরু হয় মারধর।
চড়, লাথি, ঘুসিতে কাবু আক্রান্ত যুবক বারবার ছেড়ে দেওয়ার কথা বললেও টানা মারধর চলতেই থাকে। সেই ভিডিও দেখেই কেঁপে উঠেছেন সবাই। শেষ ফেসবুকে তীব্র প্রতিবাদ শুরু হওয়ায় ব্যবস্থা নিতে বাধ্য হয় পুলিশ।