রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ভর্তির সুযোগ পাবে ৪ হাজার ১৯১ জন শিক্ষার্থী। 'এ' ইউনিটে ২০১৯ জন, 'বি' ইউনিটে ৫৬০জন, ও 'সি' ইউনিটে ১৬১২ জন শিক্ষার্থী। তিন ইউনিটে এই পরীক্ষা হবে। এক ইউনিটে তিন শিফট করে। প্রতিটি ইউনিটে ৪৫ হাজার করে মোট ১ লাখ ৩৫ হাজার ভর্তিচ্ছু এই পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।
এর আগে গত ৭ মার্চ থেকে ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের যোগ্যতা পূর্বের ন্যায়ই বহাল রাখা হয়েছে। একজন শিক্ষার্থী চাইলেই যোগ্যতা অনুযায়ী ৩টি ইউনিটে আবেদন করতে পারবে।
'এ' ইউনিট (মানবিক):
এই ইউনিটে রয়েছে কলা অনুষদের ১২টি, আইন অনুষদের ২টি, সামাজিক বিজ্ঞান অনুষদের ১০টি, চারুকলা অনুষদের ৩টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউড। মোট আসন সংখ্যা ২০১৯টি। আবেদনের যোগ্যতা রাখা হয়েছে মানবিক বিভাগ থেকে সর্বনিম্ন জিপিএ-৩ করে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) জিপিএ ৭.০০ থাকতে হবে।
'বি' ইউনিট (বাণিজ্য):
এই ইউনিটে রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদের ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট। মোট আসন সংখ্যা ৫৬০টি। আবেদনের যোগ্যতা রাখা হয়েছে বাণিজ্য বিভাগ থেকে (চতুর্থ বিষয়সহ) ৩.৫০ করে ৭.৫০ থাকতে হবে।
'সি' ইউনিট (বিজ্ঞান):
এই ইউনিটে রয়েছে বিজ্ঞান অনুষদের ৯টি, জীববিজ্ঞান অনুষদের ৬টি, কৃষি অনুষদের ২টি, প্রকৌশল অনুষদের ৫টি, ভূ-বিজ্ঞান অনুষদের ২টি, ফিশারীজ অনুষদ এবং ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ১টি করে বিভাগ। মোট আসন সংখ্যা ১৬১২টি। আবেদনের যোগ্যতা রাখা হয়েছে বিজ্ঞান বিভাগ থেকে (চতুর্থ বিষয়সহ) ৩.৫০ করে ৮.০০ থাকতে হবে।
সকল ইউনিটের জন্য জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে ‘বি’ গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে ‘সি’ গ্রেড থাকতে হবে। এছাড়া ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http//:admission.ru.ac.bd) থেকে জানা যাবে।#
মিনহাজ আবেদিন
রাজশাহী বিশ্ববিদ্যালয়