যে রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কে টানাপড়েন, সেই রাশিয়ার সঙ্গে হঠাৎ ঘনিষ্ঠ হয়ে উঠল তুরস্ক। একদিনেই শীর্ষ পর্যায়ের দুটি অনুষ্ঠানে রাশিয়ার সঙ্গে মিলিত হলো দেশটি।
বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় চুল্লির নির্মাণকাজ উদ্বোধন করলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
একই দিনে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কাতারের রাজধানী দোহায় বৈঠকে মিলিত হলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। তুরস্ক একদিকে যুক্তরাষ্ট্র থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কেনার জন্য রাশিয়ার এস-৪০০ ব্যবহার সীমিত করার ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কও বজায় রাখছে।
যে চীনকে কোণঠাসা করার জন্য যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, সেই চীনের প্রতিরক্ষা ব্যবস্থা হস্তগত করতে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান তৈরি করতে যাচ্ছে তুরস্ক।
চীনা প্রযুক্তি অনুসরণে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান তৈরির জন্য পাকিস্তানের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে এরদোগান দেশ। হার্ড ও সফট- দুই ধরনের পাওয়ারের সমন্বয় ঘটিয়ে নিজেকে পরাশক্তি হিসেবে তৈরির সব দরজা খোলা রাখতে চাইছে তুরস্ক।
যুক্তরাষ্ট্র থেকে বাধাও আসছে। এ-ই যেমন পাকিস্তানকে অ্যাটাক হেলিকপ্টার বিক্রিতে বাধ সেধেছে বাইডেন প্রশাসন। তাদের অনুমতি ছাড়া তুরস্ক এ হেলিকপ্টার পাকিস্তানকে বিক্রি করতে পারছে না, কারণ এর ইঞ্জিন যুক্তরাষ্ট্রে নির্মিত।
কূটনীতি ও শক্তি প্রদর্শনের সমন্বয়ে পরাশক্তিগুলোর কখনও পক্ষে, কখনও বিপক্ষে, এভাবে প্রভাব বিস্তারের পথ অনেকটা মসৃণ করেছেন এরদোয়ান। তিনি নিজে এশিয়া ও আফ্রিকায় বারংবার সফরের মাধ্যমে তুর্কি প্রভাবকে বিস্তৃত করেছেন, ঠিক একইভাবে, তার পররাষ্ট্রমন্ত্রীও বিরামহীন সফরের মাধ্যমে এরদোগানের স্বপ্ন বাস্তবায়নের কাজ করছেন।
এরই ধারাবাহিকতায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বুধবার কাতারের রাজধানীতে বৈঠক করেন। বৈঠকের পর কাভুসোগলু টুইটারে জানান, তুরস্ক-রাশিয়া সম্পর্ক, নাগর্নো-কারাবাখ, লিবিয়া ও সিরিয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
কাভুসোগলু রাশিয়ার সহযোগিতায় তুরস্কের ‘আকুয়ু নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট’-এর তৃতীয় ইউনিটের ভিত্তিস্থাপনের কথা উল্লেখ করে বলেন, এ প্লান্ট তার দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে।
২০১০ সালে তুরস্ক ও রাশিয়া এ প্লান্ট নির্মাণে চুক্তিবদ্ধ হয়েছিল। এ ইউনিট উদ্বোধনের সময় একই কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট। অনুষ্ঠানে পুতিন বলেন, এ তুর্কি-রুশ প্রকল্পের মাধ্যমে নতুন যুগের সুচনা হলো। তুরস্কের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি এটি দেশটির অর্থনীতিকে আরও মজবুত করবে।
তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও কিরগিজস্তান সফরের পর দুই দিনের সফরে বুধবার কাতার আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলি নিয়ে কাতারের কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা হয়েছে।
কৌশলে এগোচ্ছেন এরদোগান; কিছুটা সামনে গেলে কিছুটা পেছনে। বন্ধু বাড়াচ্ছেন, আবার আধুনিক যুদ্ধাস্ত্রও তৈরি করছেন। আকাশ সংস্কৃতির বিস্তার ঘটাচ্ছেন। যুক্তরাষ্ট্র ও চীন-রাশিয়াকে একসঙ্গে কাছে রাখার চেষ্টা করছেন। কোনো বলয়ে ঢুকে পড়ছেন না। ‘উদার গণতান্ত্রিক’ মোড়কে নিজেকে পরিচিত করছেন ‘মুসলিম বিশ্বের ভবিষ্যত নেতা’ হিসেবে। এ কৌশলে পঞ্চশক্তির সমান্তরাল পথে নিজেকে কতটুকু যোগ্য করতে পারে তুরস্ক, এটাই এখন দেখার বিষয়।