শাহরিয়ার কবির রিমন, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযােগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির অংশ হিসাবে রচনা প্রতিযােগিতার আয়ােজন করা হয়েছে।
বুধবার (৩ মার্চ) 'ঐতিহাসিক ৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১' উদযাপন উপলক্ষে গঠিত উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মােঃ আনােয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ মার্চ ২০২১ তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের পােষ্যদের অংশগ্রহণে ৬ ক্যাটাগরিতে অনলাইন রচনা প্রতিযােগিতা অনুষ্ঠিত হবে।
অংশগ্রহণকারীদেরকে স্বহস্তে লিখিত রচনা স্ক্যান করে আগামী ১৩ মার্চ ২০২১ তারিখের মধ্যে mdsiponmiah@gmail.com মেইল ঠিকানায় প্রেরণ করতে হবে।
ক', 'খ', 'গ' ও ‘ঘ’ ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদেরকে শ্রেণি, রােল নম্বর, মােবাইল ফোন নম্বর এবং ইবিতে কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর পুত্র/কন্যাদের ক্ষেত্রে কর্মরত পিতা বা মাতার নামসহ বিভাগ/অফিসের ঠিকানা লিখতে হবে। ঙ' এবং ‘চ’ ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদেরকে বিভাগের নাম, শিক্ষাবর্ষ, শ্রেণি, রােল নম্বর এবং মােবাইল নম্বর লিখতে হবে।
‘ক’ ক্যাটাগরিতে ১ম থেকে ৩য় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের 'আমাদের জাতির পিতা' শিরােনামে অনুদ্দ্ধ ১৫০ শব্দের মধ্যে; খ' ক্যাটাগরিতে ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের শৈশবে বঙ্গবন্ধু শিরােনামে অনুর্ধ্ব ৩০০ শব্দের মধ্যে; 'গ ক্যাটাগরিতে ৭ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের আপােষহীন বঙ্গবন্ধু শিরােনামে অনুদ্দ্ধ ৬০০ শব্দের মধ্যে; 'ঘ' ক্যাটাগরিতে ১০ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শিরােনামে অনুর্ধ্ধ ৮০০ শব্দের মধ্যে; 'ঙ' ক্যাটাগরিতে স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের 'বিদেশিদের চোখে বঙ্গবন্ধু শিরােনামে অনুদ্দ্ধ ১০০০ শব্দের মধ্যে এবং 'চ ক্যাটাগরিতে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের 'বিশ্বমধঞ্চে বঙ্গবন্ধু' শিরােনামে অনুর্ধ্ব ১২০০ শব্দের মধ্যে রচনা লিখে পাঠাতে হবে।