
প্রবাদ আছে- রাখে আল্লাহ মারে কে! আবারও সেই প্রবাদের সত্যতা প্রমাণ হল। মৃত্যুর একেবারে দোরগোড়ায় গিয়েও বেঁচে ফিরে এল বছর দুয়ের ছোট্ট শিশুকন্যা। ঘটনাটি ঘটেছে ভিয়েতনামের হানোই শহরে।
সম্প্রতি গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই হাড়হিম করা ভিডিও দেখে চোখ কপালে ওঠার জোগাড়। ১২ তলা একটি বাড়ির ব্যালকনি থেকে নীচে পড়ে যাচ্ছিল ২ বছরের ওই শিশুটি। ঠিক সে সময়ই একটি ট্রাকে করে ওই এলাকায় মাল ডেলিভারি করতে এসেছিলেন এক ডেলিভারি বয়।
হঠাৎই তিনি উপরে তাকিয়ে দেখতে পান একটি শিশু ব্যালকনি থেকে ঝুলছে। তিনি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে আসেন। আর ঠিক সে সময়ই হাত ফসকে যায় শিশুটির। নীচে পড়তে শুরু করে সে। কিন্তু ভাগ্য ভাল থাকলে তাকে রক্ষা করেন স্বয়ং আল্লাহ তায়ালা। ঠিক সময় ওই ডেলিভারি বয় শিশুটিকে লুফে নেন। সামান্য আঘাত ছাড়া শিশুটির আর কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।
৩১ বছর বয়সী ওই যুবক জানান, গাড়ির মধ্যে থেকেই একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলেন তিনি। তাই দ্রুত গাড়ি থেকে নেমে আসেন। কিন্তু আশেপাশে কোনও বাচ্চা ছিল না। এই সময় তিনি বুঝতে পারেন, শব্দটা উপর থেকে আসছে। উপরে তাকিয়ে দেন একটি শিশু সেখানে ঝুলছে। এরপরেই তিনি মনস্থির করে নেন, যে ভাবে হোক শিশুটিকে বাঁচাতে হবে।সৌভাগ্যক্রমে সেই বাচ্চাটি তারই হাতে এসে পড়ে।
শিশুটিকে বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও তার ভয় কাটেনি। তার চিকিৎসা চলছে। আর ওই ডেলিভারি বয় মুহূর্তে বাস্তবের হিরো হয়ে উঠেছেন সকলের কাছে।
https://twitter.com/i/status/1366438688557834240