জনৈক আরব মহিলা বলেন, আমি নামাজ পড়ছিলাম। আমার ছোট বাচ্চাটি পাশেই বসা ছিল। সে আমাকে বারবার ডাকতে শুরু করল। আমি তার ডাকে সাড়া দিতে পারছিলাম না।
অবস্থা দেখে ওর চেয়ে মাত্র দুই বছরের বড় ওর ভাইটি এগিয়ে এলো।
বলল, এটা খুব খারাপ ব্যাপার। তুমি দুইজনের কথার মধ্যে ডিস্টার্ব করছ? দেখছ না, আম্মু আল্লাহর সঙ্গে কথা বলছেন!
বড় ছেলের কথা আমার শরীরে নাড়া দিয়ে গেল। লোম দাঁড়িয়ে গেল। চেতনা ফিরে এলো। আমি কার মহা বড়ত্বের সামনে দাঁড়িয়ে! বিনয় ও ভয়ে গলে গেলাম।
এরপর থেকে আমি যখনই তাকবিরে তাহরিম উচ্চারণ করি, ওই বাক্যটি আমার শ্রবণ, অনুভূতি ও আত্মায় গিয়ে কড়া নাড়ে। আমিতো আল্লাহর সাথে কথা বলা শুরু করতে যাচ্ছি!
ফেসবুক থেকে সংগৃহীত