
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় আদালতে মীমাংসিত জমি দখলের অপচেষ্টায় এক আলেম পরিবারের উপর হামলা চালানো হয়েছে। এতে ঐ পরিবারের ৩ আলেম সদস্য আহত হয়। আহতরা হলেন, বাবা মাওলানা আব্দুর রহিম (৬৩), বড় ছেলে মাওলানা খালেদ সাইফুল্লাহ (২৬) ও ছোট ছেলে হুজাইফা (১৬)। এর মধ্যে মাথায় গুরুতর আহত হয়ে হুজাইফা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার ২৬ ফেব্রুয়ারি দুপুর ১২টায় ফতুল্লার চাষাঢ়ায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মাওলানা আব্দুর রহিম অভিযোগে জানান, বিবাদী ইউসুফ আমিন (৪৫, আব্দুর রহিম (৫০), আব্দুর রহমান (৬০) গত কয়েক বছর যাবত দফায় দফায় আমার উক্ত জমি দখল করার পায়তারা চালিয়ে আসছে। উল্লেখিত বিবাধীরা আমার জমিতে থাকা গাছপালা কাটাসহ জমির দেয়াল ভেঙ্গে দখল করার অপচেষ্টা চালিয়েছে। ইতপূর্বে তাদের বিরুদ্ধে আমি তিনবার এ বিষয়ে থানায় অভিযোগ করি ।
জমির অভিযোগ নং ১০২৬০, ৫৯৯৯, ১০৭৩। জেলা দ্বিতীয় আদালত হতে ৩১৩/১৯ মামলায় জমির মাপ জোপ করা রায় থাকা সত্ত্বেও উক্ত বিবাধীরা তা অমান্য করে আজ দুপুর সাড়ে ১২টায় উক্ত বিবাধীরা ১০/১৫ জন লোক নিয়ে আমার জমি দখলের চেষ্টা চালায়। এসময় বাধা দিতে গেলে আমার উপর এলোপাথারি কিল-ঘুষি দিতে থাকে। এতে আমার দাত ভেঙ্গে যায় ও মুখ থেকে প্রচুর রক্তক্ষরন হয়।
আমার বড় ছেলে খালেদ সাইফুল্লাহ ও ছোট ছেলে হুজাইফা আমাকে বাচাতে গেলে তারা ওদের উপরও লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এতে আমার দু’ছেলেই গুরুতর আহত হয়।
মারধরের চিৎকার শুনে প্রতিবেশীরা আমাদের রক্ষা করতে এলে বিবাদীরা তাদেরকে প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনায় মাওলানা আব্দুর রহিম বলেন, বর্তমানে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।