এম.কলিম উল্লাহ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে খতমে কুরআন ও দোয়ার মধ্যদিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা সৈনিকদের স্বরণ করলো ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন টেকনাফ উপজেলা শাখা।
বাঙালির সামজিক-সাংস্কৃতিক চেতনা জাগ্রতের মূলে ছিল বায়ান্নর ভাষা আন্দোলন। তমুদ্দুন মজলিশের উদ্যোগে ভাষা আন্দোলনের সূত্রপাত হলেও সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মাধ্যমে আন্দোলনের বিস্তৃতি ঘটে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে শহীদরা রক্ত দিয়ে বিশ্বের ইতিহাসে বাংলাকে নিয়ে যায় অনন্য স্থানে। সেই ভাষা শহীদদের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করছে সর্বস্তরের মানুষ।
২১ ফেব্রুয়ারী মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে খতমে কুরআন ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন টেকনাফ উপজেলা শাখা।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ হওয়া সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় খতমে কুরআন ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কক্সবাজার জেলার সাংগঠনিক সম্পাদক জুনাইদুল ইসলাম, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহমান আরিফী, ইশা ছাত্র আন্দোলন টেকনাফ উপজেলার সভাপতি ইয়াছিন আরফাত, সহ-সভাপতি রবিউল হাসান মামুন, আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন সাবরাং ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাআদ, সাংগঠনিক সম্পাদক হাম্মাদ, শাহ-পরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়নের সহ-সভাপতি জালাল উদ্দীন খলিল, পৌরসভার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুবাইর। এতে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দ।
খতমে কুরআন শেষে সকল ভাষা শহীদের রুহের মাগফেরাত কামনা ও যুবসমাজ ধ্বংসের মারণাস্ত্র মাদকের ভয়াল থাবা থেকে দেশ ও যুবসমাজকে বাঁচাতে আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করেন।