মাদরাসা মুসলমানদের ধর্মীয় কার্যাবলীর প্রাণকেন্দ্র। মাদরাসার উৎকর্ষের ক্ষেত্রে, বর্তমানে এর প্রভূত উন্নয়ন ঘটেছে। এখন অনেক মাদরাসা প্রাঙ্গন দেখা যায়।
বিষ্ণুমায়া প্রসাইন। নেপালের হিন্দু ধর্মীয় এক নারী সমাজকর্মী। মুসলিম শিশুদের পড়াশোনার সুবির্ধার্থে মাদরাসা নির্মাণে জমি দান করেছেন। হিন্দু নারী সমাজকর্মীর মাদরাসার জন্য জমি দান করায় স্থানীয় মুসলিমসহ সব মানুষই তাকে স্বাগত জানিয়েছে।
খবর হাব ডটকম-এ প্রকাশিত এক রিপোর্টে জানা যায়, মুসলিম শিশুরা যেন তাদের পড়াশোনা করতে পারে সে জন্য নেপালের পূর্বাঞ্চলীয় জাপা অঞ্চলে বসবাসকারী নারী সমাজকর্মী মাদরাসা নির্মাণে এ জমি দান করেন।