ইসমাঈল আযহার
পাবলিক ভয়েস
হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি জসিম উদ্দীনের ওপর দুর্বৃত্তের হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক।
আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি নিন্দা জানান। আল্লামা মামুনুল হক লিখেছেন, হেফাজত নেতা মুফতী জসিমের ওপর হামলার তীব্র নিন্দা, হামলাকারী সন্ত্রাসী ও গডফাদারদের মুখোশ উম্মোচনের দাবি জানাই!
এর আগে, আজ আসরের নামাজের পর লালবাগ শাহী মসজিদের গেইটে অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারাত্মক আহত হন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি জসিমউদদীন। তিনি ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কর্মস্থল লালবাগ মাদরাসা থেকে লালমাটিয়ার বাসায় ফিরছিলেন তিনি। দুর্বৃত্তরা পেছন দিক থেকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মুফতি জসিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রেরণ করে।
মুফতি জসিমউদদীন লালবাগ মাদরাসার প্রবীণ মুহাদ্দিস ও পরিচালনা কমিটির সদস্য। তিনি ইসলামী ঐক্যজোটের প্রয়াত চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মুফতি ফজলুল হক আমিনির মেয়ের জামাই।