চট্টগ্রামে জহুর আহমেদ স্টেডিয়ামে উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে খেলতে নেমে প্রতিরোধ গড়ে তুলেন মুমিনুল ও লিটন। ইতোমধ্যে টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নিলেন অধিনায়ক মুমিনুল। ১৭৩ বল মোকাবিলা করে এ সেঞ্চুরির দেখা পান তিনি। ক্যারিয়ারের দশম সেঞ্চুরি হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এটিই মুমিনুলের প্রথম সেঞ্চুরি। অপরদিকে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস।
আগের দিনের ৩ উইকেট ৪৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন মুশফিক ও মুমিনুল। প্রথম সেশনে ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু করেন দুজন।তবে কর্নওয়েলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরে যান মুমফিক। তার ব্যাট থেকে আসে ৪৮ বলে ১৮ রান। এরপর ১১২ বল মোকাবিলা করে ৬৯ রান করে সাজঘরে ফিরে যান লিটন দাস। তারপর পরপরই সাজঘরের পথ দেখেন মুমিনুল। তিনি ১১৫ রান করে আউট হয়েছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২১৪ রান। আর বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৩৮৫ রান।
এর আগে, নিজেদের প্রথম ইনিংসে ২৫৯ রানে অলআউট হয় সফরকারীরা। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৪৩০ রান। ফলে ১৭১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে শুরু করে স্বাগতিকরা।