করোনাভাইরাস মহামারির কারনে প্রায় এক বছরের বিরতির পর আবার টেস্ট ক্রিকেট খেলতে নামছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের চৌধুরী জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হয়েছে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক অধিনায়ক মুমিনুল হক।
এগারো ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩৮ রান। দলীয় ২৩ রানের মাথায় টাইগার শিবিরে ফাটল ধরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যক্তিগত ৯ রানে কেমার রোচের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তামিম। ১৫ বল থেকে তার এ সংগ্রহ।
এর আগে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।
পরিসংখ্যান বলছে, সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টেস্টও হারেনি বাংলাদেশ। সাদা পোশাকে দুই দলের দু’বারের মোকাবিলায় একটিতে টাইগাররা জিতেছে, আর অপরটি হয়েছে ড্র।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, ঙ্ক্রুমাহ বোনার, জারমেইন ব্ল্যাকউড, শেন মোসলে, জশুয়া ডা সিলভা, কাইল মায়ার্স, রাকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিক্যান, কেমার রোচ এবং শ্যানন গ্যাব্রিয়েল।