বাকরুদ্ধ স্বাধীনতা
রায়হান খান
.
স্বাধীনতা?
আজ তুমি নির্জীব কোন স্তব্ধতায় রুদ্ধ
রক্তের গঙ্গাজল চারদিকে বহমান
শুধু তুমার অপেক্ষারত বীনায়।
তুমার ছড়িয়ে পড়া আভা আজ
সুর উড়ায় এক ঊষালগ্ন অগ্নিপাত।
আর কত দেখতে হবে রক্তের প্রাচীর?
তাজা প্রানের স্পন্দন আজ উল্লাসিত
অপরাজিত বানীর সূদুর কম্পনে।
আজ তুমি বাকরুদ্ধ বীর,
এক নিশ্চুপ রঙ্গনে
যার স্তব্ধীভূত অন্ধকার পশ্চিমার ললাটে।
স্বাধীনতা?
তুমার আত্মবিৎ সেই পথশিশুটি
অবহেলিত বঞ্চনায় আরোহিত এক
নিঝুম চন্দ্রগ্রহণ।
তুমি জাগ্রতচিত্ত বীর
তুমি সন্ধ্যার নিশ্চুপ আবীর
তুমার ছোয়ায় আলোকিত আজ
আর্তনাদের পরিশেষ।
যার কল্পনায় ধ্বনিত আজ
প্রাচীর অঙ্গবেশ।
পাজর বেধ করে বেয়নেটের অগ্নি
মুক্তি দাও মুক্তি দাও হে বিধাতা
রণাঙ্গন বীনার বাঁশী
উল্লাসকর উন্মাদ,
অপূরণীয় আবেগ মুক্তি পাবার তরে।
স্বাধীনতা?
সুদূর পথপানে যেমন তৃষার্ত মরুভূমি
পথিক হওয়া এক অবিরুদ্ধ পথ
তুমার অপেক্ষায় সেই পথিক
যার বর্বর মস্তিষ্ক তুমার সর্প মনি।
তুমি মুক্তি দাও.তুমি মুক্তি দাও
তুমার ছায়াপথের ঊষালগ্ন আজ
বাদ্যযন্ত্রের আবীর বাজাও।
আজ তুমি বীর. যার অপেক্ষারত
বিশ্ব জাতিকুল।
যার ছোয়ার তরে রোমাঞ্চিত জোনাক
প্রকৃতি সজ্জিত তুমার বরণীয় আলোয়
তুমি ফিরে এসো হে স্বাধীনতা
তুমি ফিরে এসো প্রশান্তের ন্যায়।