শীতের প্রকোপে নিদারুণ কষ্ট ও দুঃসহ অবস্থায় পড়ে মানবেতন জীবনযাপন করছে দেশের লাখ লাখ হতদরিদ্র, নিঃস্ব, ছিন্নমূল মানুষ। আর্থিক দুরবস্থার কারণে অনেকেই শীতের গরম কাপড় কিনতে পারছে না। প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় দুঃস্থ ও গরীব মানুষ চরম মানবেতর জীবনযাপন করছে। তাই মানবিক কারণে শীতার্তদের পাশে দাঁড়ানো ধনী ও সামর্থ্যবান সবার নৈতিক ও মানবিক দায়িত্ব।
জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উদ্যোগে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরামের নেতৃত্বে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৩১ জানুয়ারি রবিবার গভীর রাতে রাজধানীর খিলগাঁও ও রামপুরা এলাকার কয়েকটি পয়েন্টে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা ওয়ালীউল্লাহ আরমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি আতাউর রহমান খান,হাফেজ মাওলানা খাইরুল ইসলাম,ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি সুহাইল আহমদ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আল আদনান, ছাত্রনেতা আবু হানিফ ও শফিকুল ইসলাম প্রমুখ।